বাবা, ছেলে ও মেয়ের জামাই মিলে ইয়াবা কারবার
পুলিশের হাতে গ্রেফতার চার ইয়াবা কারবারি
চট্টগ্রামের কোতোয়ালি থানার জামালখান বাই লেনে অভিযান চালিয়ে তিন হাজার ৩০০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ দুই লাখ টাকাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৬ জুন) জামালখান বাই লেনের শরীফ কলোনীর শামছুন্নাহার বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা জন হলেন- মো. জোবাইর প্রকাশ জুবাইর (৫৫), তার ছেলে মো. ফারেছ (২৬) ও মালেক (২৪) এবং জোবাইরের মেয়ে জামাই নিয়াজ মোর্শেদ (২৮)।
বিজ্ঞাপন
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শামছুন্নাহার বিল্ডিংয়ে অভিযান চালানো হয়। সেখান থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে তিন হাজার ৩০০ পিস ইয়াবা এবং নগদ দুই লাখ টাকা উদ্ধার করা হয়েছে
বিজ্ঞাপন
ওসি নেজাম বলেন, বাবা, ছেলে ও মেয়ের জামাই মিলে কক্সবাজারের উখিয়া থেকে কমমূল্যে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে এগুলো জামালখান এলাকায় বিক্রি করতেন। আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
কেএম/আরএইচ