বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ (শুক্রবার) সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। এ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষার্থে জিয়া উদ্যান ও সাভার জাতীয় স্মৃতিসৌধসহ ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পর্যাপ্তসংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

এ ছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে যেখানে শ্রদ্ধা নিবেদন করা হবে, সেখানেও পর্যাপ্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) এসব তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষার্থে জিয়া উদ্যান ও সাভার জাতীয় স্মৃতিসৌধসহ ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পর্যাপ্তসংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।

দীর্ঘ ১৭ বছর পর গতকাল দেশে ফিরেছেন তারেক রহমান। তাকে বহনকারী বিমান বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে।

এমএসি/এমজে