থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন ৩৭ জন
থাইল্যান্ডে আটকে পড়া ৩৭ জন বাংলাদেশি নাগরিক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন। একই ফ্লাইটে কিছু থাই নাগরিকও ঢাকায় ফিরেছেন।
রোববার (২৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ব্যাংককের বাংলাদেশ দূতাবাস শনিবার (২৬ জুন) বিমানের একটি বিশেষ ফ্লাইটে (বিজি ৪০৯৯) থাইল্যান্ড থেকে ৩৭ বাংলাদেশি ও থাই নাগরিকদের একটি দলকে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছে। বিমানটি স্ব-অর্থ দেওয়ার ভিত্তিতে ব্যবস্থা করা হয়।
বিশেষ ফ্লাইটে এসব যাত্রীদের বাংলাদেশে আনার ক্ষেত্রে সহযোগিতার জন্য থাই সরকারকে ধন্যবাদ জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আব্দুল হাই।
বিজ্ঞাপন
থাইল্যান্ডে আটকে পড়া বাংলাদেশিদের এ নিয়ে গত এক বছরে ১৫ দফায় ফিরিয়ে আনা হলো। এছাড়া থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাস আরও দুই দফায় কম্বোডিয়া থেকে ১৩৫ জন বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে।
এনআই/এসএম