বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক বার্তায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পক্ষে চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম এ শোক প্রকাশ করেন।

বার্তায় বলা হয়, বেগম খালেদা জিয়া ছিলেন একজন প্রজ্ঞাবান রাষ্ট্রনায়ক এবং জনদরদি ও মানবিক রাজনীতিবিদ। তিনি গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় সর্বদা সোচ্চার ছিলেন। তার দীর্ঘ রাজনৈতিক জীবন, আপোষহীন নেতৃত্বগুণ ও অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। দেশ ও জনগণের কল্যাণে তার আমরণ আত্মনিবেদন জাতির জন্য এক অনন্য দৃষ্টান্ত।

তার মৃত্যুতে জাতি একজন অভিজ্ঞ সাবেক রাষ্ট্রনায়ককে হারাল, যার শূন্যতা অপূরণীয়। তার আদর্শ, নেতৃত্ব ও সংগ্রামী জীবন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে এবং তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।

ওএফএ/এমএন