সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন (ডুসা)। সংগঠনটি বলেছে, খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ও নেতৃত্ব বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে বিবেচিত হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ডুসার পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এই শোক প্রকাশ করা হয়।

বিবৃতিতে সংগঠনটি উল্লেখ করে, খালেদা জিয়া বাংলাদেশের রাষ্ট্রীয় ও রাজনৈতিক ইতিহাসে এক অনুসরণীয়, অনুকরণীয়, গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ব্যক্তিত্ব। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে রাষ্ট্র পরিচালনা, গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখা এবং জাতীয় রাজনীতিতে বহুদলীয় ব্যবস্থার বিকাশে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে জাতি একজন প্রকৃত দেশপ্রেমিক নেত্রী ও আপামর জনসাধারণের পরম মমতাময়ী অভিভাবককে হারাল, যা এক অপূরণীয় ক্ষতি।

ডুসা আরও জানায়, জনস্বার্থে লড়াই-সংগ্রামই ছিল এই মহীয়সী নারীর নিয়তি। অল্প বয়সে দেশ ও দশের জন্য স্বামী হারানো, বৃদ্ধ বয়সে পুত্র হারানোর শোক এবং স্বামীর স্মৃতিবিজড়িত বাসস্থান হারানোর বেদনা সয়েও তিনি অবিচল ছিলেন। শেষ বয়সে দীর্ঘ কারান্তরীণ জীবন কাটানোর পরও তিনি বলেছিলেন– ‘দেশের বাইরে তার কিছু নেই, এ দেশের মাটি ও মানুষই তার ঠিকানা। তার সেই চাওয়া অনুযায়ী দেশের মাটিতেই শেষ ঠিকানা হলো।

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন মহান আল্লাহর দরবারে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে এবং তার শোকসন্তপ্ত পরিবার ও অগণিত শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

এদিকে, খালেদা জিয়ার মৃত্যুতে পৃথক এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র‍্যাক)।

আরএম/বিআরইউ