ভাটারায় মারধরে আইনজীবীর মৃত্যু
রাজধানীর ভাটারা থানাধীন একটি আবাসিক এলাকায় দুর্বৃত্তের মারধরে নাঈম কিবরিয়া (৩৫) নামের এক আইনজীবীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ট্রলির উপর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। পেশায় তিনি একজন আইনজীবী।
তিনি আরও জানান, আমরা জানতে পেরেছি, গতকাল রাত ১০টার দিক প্রাইভেটকার চালিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলের সঙ্গে ওই আইনজীবীর প্রাইভেটকারের ধাক্কা লাগে। পরে মোটরসাইকেল থেকে নেমে আরোহীরা প্রাইভেটকার চালক আইনজীবী নাঈমকে কিল-ঘুষি মেরে গুরুতর আহত করে চলে যায়। আহত আইনজীবীর স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
নিহত নাঈমের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের গ্রামের বাড়ি পাবনা সদর জেলার চকজয়েনপুর গ্রামে। তার বাবার নাম গোলাম কিবরিয়া বলে জানান এসআই আরিফুল ইসলাম।
এদিকে, ঘটনার বিষয়ে নাঈম কিবরিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক জানান, আমরা খবর পেয়ে কুর্মিটোলা হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত পরিবার থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।
ওসি আরও জানান, নাঈম পাবনা থেকে এসে ঢাকায় বেড়াতে এসেছিল।
এসএএ/জেডএস