রাজধানীর ভাটারায় সিকদার কোম্পানির নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় তৃতীয় তলা থেকে পড়ে নাসির (২৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ রোববার দুপুর সোয়া ১২টায় ভবন থেকে পড়ে যাওয়ার পর নাসিরকে ঢাকা মেডিকেল কলেজ (কলেজ) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিকদার কোম্পানির ম্যানেজার মো. আবু হানিফ ঢাকা পোস্টকে বলেন, সকালে প্রতিদিনের মতো কাজ করতে যান হানিফ। কাজ করার সময় অসাবধানতাবশত তৃতীয় তলা থেকে নিচে পড়ে যান তিনি। পরে আহত অবস্থায় তাকে ঢামেকে নিয়ে যাওয়া হলে চিকিৎসক জানান তিনি মারা গেছেন।

তিনি আরও বলেন, বর্তমানে তিনি এই ভবনেই থাকতেন। তার বাড়ি কুড়িগ্রামের উলিপুর থানার চর দূর্গাপুর গ্রামে। তার বাবার নাম সনি মিয়া। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ভাটারা থানাকে বিষয়টি জানানো হয়েছে।

এসএএ/এনএফ