খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিকিউরিটি গার্ড দগ্ধ, বার্নে ভর্তি
রাজধানীর খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় ঝুলে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে দগ্ধ হয়েছেন মো. দেলোয়ার (৪৫) নামের এক সিকিউরিটি গার্ড। আশঙ্কাজনক অবস্থায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
দেলোয়ার খিলক্ষেত মধ্যপাড়া এলাকার একটি বাসায় নিরাপত্তাকর্মী (সিকিউরিটি গার্ড) হিসেবে কর্মরত আছেন।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।
বিজ্ঞাপন
তিনি জানান, গত রাতে খিলক্ষেত এলাকা থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরীরের ২৫ শতাংশ দগ্ধ নিয়ে ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তার শ্বাসনালি না পুড়লেও শরীরের ২৫ শতাংশ ‘ফ্লেইম বার্ন’ হয়েছে। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
দগ্ধ দেলোয়ারকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী ও ইন্টারনেট কর্মী হৃদয় জানান, গত রাতে ইন্টারনেটের কাজ সেরে ফেরার সময় লোকজনের ভিড় দেখে তিনি এগিয়ে যান। সেখানে দেলোয়ারকে দগ্ধ অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন।
স্থানীয়দের বরাতে হৃদয় আরও জানান, খিলক্ষেত মধ্যপাড়ার প্রধান সড়কে একটি বিদ্যুতের তার ঝুলে ছিল। অসাবধানতাবশত সেই তারের সংস্পর্শে আসায় দেলোয়ার বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে দ্রুত জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।
এসএএ/বিআরইউ