বসতভিটা নিয়ে বিরোধ, কেরোসিন ঢেলে চারটি ঘর পুড়িয়ে দিল যুবক
চট্টগ্রামে বসতভিটা নিয়ে পারিবারিক বিরোধের জেরে কেরোসিন ঢেলে নিজের ঘরসহ চারটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় চারটি ঘরই পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে পুলিশ অভিযুক্ত যুবক মো. মহিউদ্দিনকে (২৭) আটক করেছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমছড়া ইউনিয়নের ভরারচর এলাকার ৭ নম্বর ওয়ার্ডে আব্দুল হাকিম চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত মহিউদ্দিন প্রথমে নিজের বসতঘরে কেরোসিন ঢেলে আগুন ধরান। পরে একইভাবে তিনি তার চাচার বসতঘরেও আগুন লাগান। মুহূর্তের মধ্যে আগুন পাশের আরও দুটি বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে মোট চারটি বসতঘর পুড়ে যায়।
এ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন শামসুর ইসলাম, মো. নুরুল ইসলাম, মো. আব্দুল আলিম ও মো. রহিম। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, আগুনে তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে ঘরের আসবাবপত্র, নগদ অর্থসহ অন্যান্য মূল্যবান মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিজ্ঞাপন
আনোয়ারা ফায়ার স্টেশনের সাব-অফিসার মো. আব্দুল্লাহ জানান, তাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আনুমানিক ক্ষয়ক্ষতি চার লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ঘরগুলোর মধ্যে একটি সেমিপাকা ও তিনটি মাটির ঘর। উদ্ধার হওয়া মালামালের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।
অভিযুক্তের চাচাতো ভাই মো. জয়নাল আবেদিন বলেন, মহিউদ্দিন দোকান থেকে কেরোসিন এনে প্রথমে নিজের ঘরে ও পরে আমাদের ঘরে আগুন ধরিয়ে দেয়। দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে তাদের সঙ্গে বিরোধ ও ঝামেলা চলছিল। এই অগ্নিকাণ্ডে আমাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুনায়েত চৌধুরী বলেন, প্রাথমিকভাবে বসতভিটা ও জায়গাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ আগুনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
এমআর/এসএসএইচ