প্রতিবন্ধী জনগোষ্ঠী এখনো ডিজিটাল সেবার বাইরে
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
বিজ্ঞাপন
আয় বেশি মির্জা আব্বাসের, নগদ টাকা সালাউদ্দিনের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগর ও জেলার ২০টি আসনে বিএনপির প্রার্থীদের মধ্যে বার্ষিক আয় সবচেয়ে বেশি মির্জা আব্বাসের। তাঁর বার্ষিক আয় ৯ কোটি ২৬ লাখ ৪৫ হাজার টাকা। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য এবার ঢাকা-৮ সংসদীয় আসন থেকে নির্বাচন করছেন।
বিজ্ঞাপন
আজকের পত্রিকা
ত্রয়োদশ সংসদ নির্বাচন: মনোনয়নপত্র বাতিল হলো পাঁচ শতাধিক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিল হয়েছে আরও ৪৩৩ জনের। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে গতকাল শনিবার তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়। তাঁদের বেশির ভাগ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বাকিরা বিভিন্ন দলীয় ও দলের বিদ্রোহী প্রার্থী।
বণিক বার্তা
বাংলাদেশ ব্যাংকের পরিবর্তে এমআরএকে নিয়ন্ত্রক সংস্থা করার প্রস্তাবে দ্বিমত অংশীজনদের
তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে গত বছরের মে মাসে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘ক্ষুদ্র ঋণ ব্যাংক’ স্থাপনে গুরুত্বারোপ করেন। পরে তারই নির্দেশনায় সরকারের পক্ষ থেকে ক্ষুদ্র ঋণ ব্যাংক স্থাপনের উদ্যোগ নেয়া হয়। এজন্য সম্প্রতি ‘ক্ষুদ্রঋণ ব্যাংক অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া প্রণয়ন করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)।
আজকের পত্রিকা
অস্বাভাবিক দাম বৃদ্ধি: এলপিজির দামে নৈরাজ্য, অজুহাত আমদানি সংকট
প্রতিবছর শীতকালে আবাসিকে সরবরাহ কমে সরকারি গ্যাসের। এতে চাহিদা বাড়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি)। ফলে এলপিজির দামও কিছুটা বাড়ে। কিন্তু এ বছর এই দাম বাড়া নিয়ে নৈরাজ্য শুরু হয়েছে। সরকার-নির্ধারিত ১ হাজার ২৫৩ টাকার এলপিজি গ্যাস সিলিন্ডার ২ হাজার টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। কোথাও আবার বাড়তি দাম দিয়েও এলপিজি পাচ্ছেন না ভোক্তা।
বণিক বার্তা
ইতিহাসের দ্রুততম ‘রেজিম চেঞ্জ’?
যুক্তরাষ্ট্রের ঝটিকা বিমান ও হেলিকপ্টার হামলার পর অল্প সময়ের মধ্যেই বিশ্বজুড়ে আলোচনায় ভেনিজুয়েলা। গতকাল ভোরে মাত্র ২ ঘণ্টার অভিযানের পর বন্দি করে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয় দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। এ ঘটনাকে আখ্যা দেয়া হচ্ছে সাম্প্রতিক ইতিহাসের ‘সবচেয়ে সংক্ষিপ্ত রেজিম চেঞ্জ’ হিসেবে। যেখানে পূর্ণমাত্রার স্থল আক্রমণ ছাড়াই মাত্র ২ ঘণ্টার অপারেশনে ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধানকে বন্দি বানিয়ে তুলে নেয়া হয়েছে।
যুগান্তর
তারেক রহমান, ডা. শফিকুর ও নাহিদের মনোনয়ন বৈধ
ঢাকার ২০ আসনের হেভিওয়েট প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে বৈধ ঘোষণা করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির শীর্ষ নেতাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
কালের কণ্ঠ
বিএনপির বিদ্রোহী অনেকেই বাদ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারদের যাচাই-বাছাইয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা অনেকেই বাদ পড়ছেন। এসব প্রার্থীর অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। আবার অনেকে দলের মনোনয়ন না পেয়েও দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। তাঁদের বেশির ভাগ বাদ পড়েছেন নিজ নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরসংক্রান্ত জটিলতায়।
যুগান্তর
সরকারি ঋণের সুদের হার নিম্নমুখী
ব্যাংক ও নন-ব্যাংক খাত থেকে সরকারের ঋণ নেওয়ার উপকরণগুলোর সুদহার নিম্নমুখী। গত জুন থেকে ডিসেম্বর পর্যন্ত এক থেকে দেড় শতাংশ কমেছে। সঞ্চয়পত্রের সুদহার কমেছে গড়ে দেড় শতাংশ। এসব উপকরণের সুদহার কমায় ব্যাংকগুলোয় ঋণের সুদহারও কিছুটা কমতে পারে বলে কেন্দ্রীয় ব্যাংক আশাবাদ ব্যক্ত করেছে।
কালবেলা
শরীয়তপুরের সেই ব্যবসায়ী খোকন দাসের মৃত্যু
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ছুরিকাঘাতের পর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া ব্যবসায়ী খোকন চন্দ্র দাস (৫০) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সকাল ৮টায় তার মৃত্যু হয়।
কালের কণ্ঠ
শিক্ষার্থীদের ফের ‘গিনিপিগ’ বানানো হচ্ছে
কারিকুলাম ও মূল্যায়ন নিয়ে পরীক্ষা-নিরীক্ষার অন্ত নেই। প্রতিনিয়ত শিক্ষার্থীদের ‘গিনিপিগ’ বানানো হচ্ছে। একটি পদ্ধতি চাপিয়ে দেওয়ার পর তা আবার বাতিল করার ঘটনা ঘটছে। এতে বিপদে পড়ছে শিক্ষার্থীরা।
অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এসেও প্রাথমিক শিক্ষার্থীদের ফের ‘গিনিপিগ’ বানানোর চেষ্টা করা হচ্ছে। এ বছর থেকে প্রাথমিকে নতুন মূল্যায়ন পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
প্রথম আলো
প্রতিবন্ধী জনগোষ্ঠী এখনো ডিজিটাল সেবার বাইরে
আইনে প্রতিবন্ধী ব্যক্তিদের সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করার কথা বলা হলেও ডিজিটাল সেবা নকশার ক্ষেত্রে এ বাস্তবতা খুব কমই বিবেচনায় নেওয়া হচ্ছে। ব্যাংকিং সেবা, সরকারি ওয়েবসাইট, টেলিযোগাযোগ খাতসহ বিভিন্ন ক্ষেত্র পুরোপুরি ডিজিটাল হলেও পরিকল্পনার সময় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজন ও সীমাবদ্ধতা যথাযথভাবে দেখা হয়নি। ফলে আজও এই জনগোষ্ঠীর বড় অংশ ডিজিটাল সেবার বাইরে।
বিবিসি বাংলা
মাদুরোকে পাঠানো হলো ব্রুকলিনের বন্দিশিবিরে, জাতিসংঘ মহাসচিবের 'গভীর উদ্বেগ'
ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দি করার পর তাদেরকে নিউ ইয়র্কে নেওয়া হয়েছে।
শনিবার মাদুরো ও তার স্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি নিউ ইয়র্ক সিটি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বিমানঘাঁটিতে অবতরণ করে।
বিমানঘাঁটিতে নামার পর তাদেরকে প্রথমে হেলিকপ্টারে করে ম্যানহাটনের ওয়েস্টসাইড হেলিপোর্টে নেওয়া হয়।