জাতীয় ও জনস্বার্থ বিরোধী বাজেট বাতিল ও নিত্যপণ্যসহ পানি, বিদ্যুৎ, গ্যাসের অব্যাহত মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। 

রোববার (২৭ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ প্রতিবাদ জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, বাজেট গতানুগতিক ও ধারাবাহিকতা রক্ষা করায় লাভবান হবে বা হয়ে চলেছে প্রচলিত আর্থ-সামাজিক ব্যবস্থার ধারক-বাহক ও স্বার্থবাদীরা। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে ১৯৭২ সালে দেশে কোটিপতি ছিল ৫ জন আর বর্তমানে (২০২০ সালের ডিসেম্বর মাস পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের সূত্র মতে) কোটি টাকার বেশি জমা থাকা আমানতের সংখ্যা ৯৩ হাজার ৮৯০টি। এই পরিসংখ্যান থেকে বোঝা যায় প্রচলিত রাষ্ট্র ব্যবস্থায় জাতীয় বাজেটের সুফল ভোগকারী কারা। ধারাবাহিকভাবে শিক্ষা-স্বাস্থ্যের মতো মৌলিক অধিকারকে সাম্রাজ্যবাদী লগ্নিপুঁজি ও দালাল পুঁজির মুনাফার স্বার্থে বাজারি পণ্যে পরিণত করে চলেছে। বর্তমানে দেশের স্বাস্থ্য খাতের মাত্র ৩৩ শতাংশ সরকারি ব্যবস্থাপনায় চলছে। 

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ভোক্তাদের দাবি কোনোরকম আমলে না নিয়ে লুটপাটের পথ আরও সুগম করার জন্য আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৩ বছরে ১৪ বার পানির মূল্য বৃদ্ধি করা হয়। এছাড়াও বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে ৭ দফায় গ্যাস, ১০ দফায় খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ৯০ শতাংশ বৃদ্ধি করে শ্রমিক, শ্রমজীবী, স্বল্প আয়ের মানুষ ও ব্যাপক জনগণের জীবন ও জীবিকাকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। আগামী জুলাই থেকে আবারও সিলিন্ডার গ্যাসের মূল্য বৃদ্ধির তৎপরতা চালাচ্ছে। অথচ সরকার একদিকে উন্নয়নের বাজনা বাজাচ্ছে আবার একই সঙ্গে জীবন জীবিকার সব প্রয়োজনীয় বিষয়কে রাষ্ট্রীয়, দলীয় ও ব্যবসায়ীদের অবাধ লুটপাট ও লাগামহীন বাণিজ্যের ক্ষেত্রে পরিণত করে চলেছে। 

সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন ও কেন্দ্রীয় সদস্য আতিকুল ইসলাম টিটু, সহ-সভাপতি খলিলুর রহমান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সহ-সম্পাদক প্রকাশ দত্ত, বাংলাদশে হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি আখতারুজ্জামান খান প্রমুখ।

এমএইচএন/জেডএস