বিশ্বের শীর্ষ স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানে কর্মরত একদল বাংলাদেশি পেশাজীবীর অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘ঢাকা থেকে সিলিকন ভ্যালি: বিগ টেকে প্রবেশ’ শীর্ষক একটি বিনামূল্যের কমিউনিটি-নির্ভর টেক টক ও নেটওয়ার্কিং সেশন। এ আয়োজনের মাধ্যমে দেশের তরুণ প্রজন্মের সঙ্গে বৈশ্বিক প্রযুক্তি খাতে কর্মরত অভিজ্ঞ পেশাজীবীদের সরাসরি সংযোগ স্থাপন সম্ভব হয়েছে।

সম্প্রতি রাজধানীর ধানমন্ডির একটি ক্যাফেতে অনুষ্ঠিত এ আয়োজনে প্রায় ১০০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী, ক্যারিয়ারের প্রাথমিক পর্যায়ের পেশাজীবী এবং প্রবাসী বাংলাদেশিরা, যারা ঢাকায় বেড়ে ওঠা বক্তাদের সঙ্গে একই শেকড় ও অভিজ্ঞতা ভাগ করে নেন। সেশনজুড়ে সক্রিয় অংশগ্রহণ, চিন্তাশীল প্রশ্ন এবং প্রাণবন্ত আলোচনা লক্ষ্য করা যায়, যা নির্ধারিত সময়ের বাইরেও অব্যাহত থাকে।

এই সেশনে বক্তা হিসেবে অংশ নেন বিশ্বের বিভিন্ন শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশি প্রকৌশলী ও প্রোডাক্ট লিডাররা। তাদের মধ্যে ছিলেন— ডোরড্যাশের সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার জুনায়েদ সিদ্দিকি (সাবেক ফেসবুক), এমবেডেড সিস্টেমস ইঞ্জিনিয়ার নাদির আফ্রিদি (সাবেক অ্যাপল এবং টেসলা ইন্টার্ন), ডোরড্যাশের ইঞ্জিনিয়ারিং লিডার তাউস নুর (সাবেক অ্যামাজন ও এনভিডিয়া ইঞ্জিনিয়ার), কাস্টমার সাকসেস ম্যানেজার নেহরিন সিদ্দিকী (সাবেক স্ট্রাইপ, টিকটক ও জুলিয়াস এআই), চার্জপয়েন্টের প্রোডাক্ট ম্যানেজার শরফুজ সিফাত।

বক্তারা শিক্ষাজীবন, ক্যারিয়ার পরিকল্পনা, বিগ টেকে প্রবেশের বাস্তব অভিজ্ঞতা, ইন্টারভিউ প্রস্তুতি ও স্কিল ডেভেলপমেন্ট নিয়ে খোলামেলা আলোচনা করেন। অংশগ্রহণকারীদের জন্য সরাসরি প্রশ্নোত্তর ও নেটওয়ার্কিংয়ের সুযোগ ছিল বিশেষভাবে অনুপ্রেরণাদায়ক।

এই আয়োজনের পরিকল্পনা ও নেতৃত্ব দেন জুনায়েদ সিদ্দিকি, যিনি বর্তমানে ডোরড্যাশে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে বে এরিয়া বাংলাদেশি ইয়ুথ (বিএবিওয়াই) নামের একটি কমিউনিটি উদ্যোগ প্রতিষ্ঠা করেন, যা ক্যালিফোর্নিয়ার বে এরিয়ায় বসবাসরত তরুণ বাংলাদেশি পেশাজীবী ও শিক্ষার্থীদের সংযুক্ত করে।

এই আয়োজনে সহ-আয়োজক হিসেবে সহযোগিতা করেন আহমেদ মোহতাসিম জাবের (এভিপি ও এআরএম, গ্লোবাল নেটওয়ার্ক ব্যাংকিং, এইচএসবিসি বাংলাদেশ)। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের আরও কমিউনিটি-নির্ভর টেক টক ও নেটওয়ার্কিং সেশন আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি সফল করতে একাধিক কমিউনিটি পার্টনার সহযোগিতা করে। হেলথ পার্টনার হিসেবে ছিল ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের যুব শাখা ‘এনএইচএফ ইয়ুথ’, যার নেতৃত্ব দেন ডা. ইফতেখার আলী খন্দকার (এমবিবিএস), কো-অর্ডিনেটিং মেডিকেল অফিসার।

‘অ্যাড্রুইট এডুকেশন’ এডুকেশন পার্টনার হিসেবে যুক্ত হয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ ৫০টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক মেধাবী শিক্ষার্থীদের মেন্টরশিপ কার্যক্রম তুলে ধরে।

ইভেন্টটির পরিচালনা ও প্রচারণা সংক্রান্ত সহায়তা করেন তৌসিফ আহমেদ সিদ্দিকী, ক্রিয়েশন ওয়ার্ল্ডের এএমজি (ফাইন্যান্স, অ্যাকাউন্টস ও মিডিয়া কমিউনিকেশনস)।

আয়োজক ও অংশগ্রহণকারীদের মতে, ‘ঢাকা থেকে সিলিকন ভ্যালি’ কেবল একটি টেক টক নয়; বরং এটি বাংলাদেশের ক্রমবর্ধমান প্রযুক্তি ইকোসিস্টেমে তরুণ প্রতিভা ও বৈশ্বিক অভিজ্ঞতার মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন। ভবিষ্যতে এ উদ্যোগ থেকে মেন্টরশিপ, সহযোগিতা ও নতুন সুযোগ তৈরির পথ সুগম হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এসএসএইচ