উৎসুক জনতা ফেরাতে পুলিশের লাঠিপেটা
রাজধানীর মগবাজারে বিস্ফোরণের পর ঘটনাস্থলে উৎসুক জনতার চাপ কমাতে লাঠি ব্যবহার করতে হচ্ছে পুলিশকে।
সরেজমিনে দেখা গেছে, ঘটনা খবর ছড়িয়ে পড়ার পর পরই ব্যাপক উৎসুক জনতা ভিড় করেছে ওই এলাকায়। বন্ধ করে দেওয়া হয়েছে মগবাজার মৌচাক রাস্তা। উৎসুক জনতার প্রত্যেকের হাতে মোবাইল ক্যামেরায় ভিডিও করছে, ছবি তুলছে দেখা গেছে।
বিজ্ঞাপন
ভিড় এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর কাজে শেষ পর্যন্ত ব্যাঘাত ঘটার মতো অবস্থা। পুলিশ তাদের সরে যেতে বারবার অনুরোধ করলেও তারা কর্ণপাত করেনি। অবশেষে পুলিশ বাধ্য হয়ে রোববার রাত সাড়ে ৯টার দিকে লাঠিপেটা করে উৎসুক জনতার ভিড় কমিয়েছে। এখনও দফায় দফায় লাঠিপেটা অব্যাহত আছে।
বিজ্ঞাপন
বিস্ফোরণে বহুলোক হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিস্ফোরণে অন্তত ৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আহত ও দগ্ধ হয়েছেন অর্ধশতাধিক মানুষ। তাদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট এবং আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেবল ঢাকা মেডিকেলের জরুরি বিভাগেই নেওয়া হয়েছে ৩৯ জনকে।
রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজার ওয়্যারলেস এলাকায় এ ঘটনা ঘটে। তবে বিস্ফোরণটি কীভাবে ঘটলো সে বিষয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি।
এমএইচএন/এইচকে