রাজধানীতে ব্যাটারি চালিত রিকশার রোড পারমিট দাবি
ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচলের জন্য রোড পারমিটসহ ৩ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ব্যাটারি চালিত রিকশা চালক ক্ষুদ্র মালিক ঐক্য পরিষদ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাছে এই দাবি জানায়।
রোববার (২৭ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে পরিষদটি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়। সমাবেশ শেষে তারা সিটি করপোরেশনে স্মারকলিপি দিতে যায়।
বিজ্ঞাপন
সমাবেশে উপস্থিত ছিলেন আয়োজক পরিষদের আহ্বায়ক মো. সুলতান, যুগ্মআহ্বায়ক মো. সোরাব হোসেন, বাংলাদেশ রিকশা ভ্যান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. মমতাজ উদ্দিন মজুমদার প্রমুখ।
এমএইচএন/ওএফ
বিজ্ঞাপন