তীব্র শীতে ঢাকার ফুটপাতে বেড়েছে গরম পোশাকের বেচাকেনা
রাজধানী ঢাকায় কয়েক দিন ধরে তীব্র শীত ও শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। শীতের কারণে অনেক মানুষ অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া এড়িয়ে চললেও উষ্ণ পোশাকের চাহিদা বেড়েছে উল্লেখযোগ্যভাবে। শপিং মলগুলোতে তুলনামূলক বেশি দামের কারণে সাধারণ মানুষ ঝুঁকছেন ফুটপাতের অস্থায়ী দোকানগুলোর দিকে।
শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ফুটপাত দখল করে অসংখ্য অস্থায়ী দোকানে শীতের পোশাক বিক্রি করছেন ব্যবসায়ীরা। মতিঝিল, গুলিস্তান, বাইতুল মোকাররম প্রাঙ্গণ, নিউ মার্কেট, কারওয়ান বাজার ও মৌচাক এলাকায় এমন দোকানের সংখ্যা বেশি চোখে পড়ে।
বিজ্ঞাপন
বাইতুল মোকাররম এলাকায় শীতের পোশাক কিনতে মুগদা থেকে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে এসেছেন একটি বেসরকারি স্কুলের অফিস সহকারী আলাউদ্দিন। ঢাকা পোস্টকে তিনি বলেন, বড় মেয়ের শীতের পোশাকের আবদার ছিল। মহল্লার দোকানগুলোতে দাম বেশি চাওয়ায় এখানে এসেছি। তবে এখানে এসে দেখছি দাম খুব একটা কম নয়। তবু দোকান বেশি থাকায় পছন্দ অনুযায়ী কেনা যায়।
ফুটপাতে মেয়েদের পোশাকের তুলনায় ছেলেদের শীতবস্ত্রের দোকানই বেশি দেখা গেছে। পাশাপাশি শিশুদের জন্যও নানা ধরনের পোশাক পাওয়া যাচ্ছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এসব অস্থায়ী দোকানে ভিড় জমাচ্ছেন।
বিজ্ঞাপন
ছেলেদের শীতের পোশাকের মধ্যে রয়েছে সোয়েটার, জ্যাকেট, কানটুপি, মাফলার, হুডি, ব্লেজার ও প্যান্টসহ নানা ধরনের গরম কাপড়। শীতের তীব্রতায় এসব ফুটপাতের দোকান এখন নগরবাসীর জন্য ভরসার জায়গায় পরিণত হয়েছে।
গুলিস্তান এলাকায় ছেলেদের ব্লেজারের রমরমা বেচাকেনা দেখা গেছে। এখানে নতুন রেডিমেড ব্লেজার সর্বনিম্ন ৫০০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। পাশাপাশি ওয়াশ করা পুরোনো ব্লেজার পাওয়া যাচ্ছে ৩০০ টাকায়।
ব্লেজার ব্যবসায়ী রকিফুল ইসলাম বলেন, শীত বাড়ায় ক্রেতার সংখ্যা বেড়েছে। তবে ক্রেতারা ভালো মানের পণ্যের ন্যায্য দাম দিতে চান না। তিনি দাবি করেন, যে মানের ব্লেজার তারা যে দামে বিক্রি করছেন, তা দেশের অন্য কোথাও সম্ভব নয়। অনেক ব্যবসায়ী এখান থেকে ব্লেজার কিনে নিয়ে শোরুমে বেশি দামে বিক্রি করেন। অথচ ফুটপাতে ভালো মানের পণ্য হলেও ক্রেতারা দরদাম করে দাম কমাতে চান।
অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, গত বছরের তুলনায় এবার ব্লেজারের দাম বেশি রাখা হচ্ছে। শীতের তীব্রতা বাড়ায় ব্যবসায়ীরা সুযোগ নিয়ে দাম বাড়িয়ে দিয়েছেন বলে তাদের দাবি। বাধ্য হয়েই বেশি দামে পোশাক কিনতে হচ্ছে।
এদিকে শীতের পোশাকের পাশাপাশি ঘুমানোর জন্য ব্যবহৃত কম্বল ও কমফোর্টারের বিক্রিও জমে উঠেছে। বাইতুল মোকাররমের সামনে ২ হাজার থেকে ৪ হাজার টাকায় বিভিন্ন ধরনের কম্বল বিক্রি হতে দেখা গেছে। এছাড়া ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে নানা ধরনের কমফোর্টার। তবে পুরোনো ওয়াশ করা পাতলা কমফোর্টার পাওয়া যাচ্ছে ৪০০ টাকায়।
এমএমএইচ/এমএসএ