রাজধানীর বাড্ডার বড় বেরাইদা এলাকার একটি ভাঙারির দোকান থেকে শাকিল হোসেন (৩০) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য দুপুরের পর ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।

মৃত শাকিল বাড্ডার বড় বেরাইদা এলাকার দিলীপ হোসেনের ছেলে। তিনি ওই এলাকাতেই ভাঙারির ব্যবসা করতেন বলে জানিয়েছেন স্বজনরা।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুবুল আলম জানান, শুক্রবার সকালের দিকে ঘটনাস্থলের ভাঙারি দোকানে গিয়ে আড়ার সঙ্গে ওই ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করি।

এসআই আরও জানান, নিহতের বাবা আমাদের জানিয়েছেন গতরাতে শাকিল ভাঙারি দোকানে ঘুমিয়ে ছিল। আজ সকালে তার ছোট ভাই এসে ঘটনাটি জানতে পেরে আমাদের খবর দেয়। শাকিল নিজেই আত্মহত্যা করেছে, নাকি তাকে কেউ মেরে ঝুলিয়ে রেখেছে এ বিষয়টি এখনো তদন্তনাধীন রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এসএএ/এমএন