ঢাকায় তাপমাত্রা বাড়ার আভাস, আকাশ থাকবে আংশিক মেঘলা
ঢাকা ও এর আশেপাশের এলাকায় সন্ধ্যা পর্যন্ত তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
শনিবার (১০ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত দুপুর ১টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এতে বলা হয়েছে, সন্ধ্যা পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকবে। একইসঙ্গে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
পূর্বাভাসের তথ্য অনুযায়ী, দুপুর ১২টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২.২০ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৫৪ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৪০ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৯ মিনিটে এবং আগামীকাল ভোর ৬টা ৪৪ মিনিটে সূর্যোদয় হবে।
বিজ্ঞাপন
অন্যদিকে, আজ সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের আজকের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে বিরাজমান শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এ অবস্থায় সড়ক, নৌ ও বিমান চলাচল সাময়িকভাবে ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। তবে এ সময় সারা দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।
আরএইচটি/এমএন