কর্মচারী রেখে ফেনসিডিলের হোম ডেলিভারি!
আব্দুল কাদের প্রকাশ ও তার দুই সহযোগী পুলিশের অভিযানে গ্রেফতার
চট্টগ্রামের কোতোয়ালি থানার চামড়া গুদাম এলাকায় অভিযান চালিয়ে ১৮ মাদক মামলার আসামি আব্দুল কাদের প্রকাশ ওরফে ডাইল কাদেরকে (৪০) দুই সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার বাকি দুজন হলেন-নিশান (৩০) ও শিপন (২৬)।
সোমবার (২৮ জুন) ভোরে ১৫০ বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চামড়া গুদাম এলাকায় অভিযান চালিয়ে একটি মিনি পিকআপসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে৷ পরে তাদের তথ্যের ভিত্তিতে পিকআপের পেছনের বডিতে থাকা ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
তিনি বলেন, পুলিশ ও র্যাবের বিভিন্ন অভিযানে একাধিকবার গ্রেফতার হওয়ার পরও জামিনে বের হয়ে কাদের পুনরায় ফেনসিডিল ব্যবসায় জড়িয়ে পড়েন। কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত বিভিন্ন স্থানে ফেনসিডিল বিক্রয়ে তার কমিশন এজেন্ট রয়েছে।
বিজ্ঞাপন
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাদের জানিয়েছেন, বর্তমানে ইয়াবার চেয়েও ফেনসিডিল বিক্রিতে লাভ বেশি। বর্তমানে একটি ফেনসিডিলের বোতলের দাম তিন হাজার ৩০০ টাকা। অধিক লাভের আশায় তিনি এ ব্যবসা থেকে ফিরে যেতে চান না। তিনি মোটরসাইকেল, রিকশা, পিকআপসহ বিভিন্ন যানবাহনে করে একাধিক কর্মচারীর মাধ্যমে ফেনসিডিল হোম ডেলিভারি দিয়ে আসছিলেন।
ওসি বলেন, কুমিল্লা থেকে কম দামে ফেনসিডিল সংগ্রহ করে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে গাড়িতে করে কক্সবাজার নিয়ে যাচ্ছিলেন তারা। পথিমধ্যে দুই সহযোগীসহ কাদেরকে গ্রেফতার করা হয়েছে। গাড়ির চালক এবং আরেকজন পালিয়ে গেছেন। তাদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে চট্টগ্রামের কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কেএম/আরএইচ