সপ্তাহের শেষে শৈত্যপ্রবাহ
আগামী দু’একদিনে তেমন কোনো পরিবর্তন না হলেও সপ্তাহের মাঝামাঝিতে দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রা কমতে থাকবে। তাপমাত্রা কমার এ ধারাবাহিকতায় শেষ দিকে শুরু হবে শৈত্যপ্রবাহ। যা কয়েকদিন অব্যাহত থাকবে।
শনিবার (৯ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আইয়ুব হোসেন ঢাকাপোস্ট-কে এ তথ্য জানান।
বিজ্ঞাপন
তিনি জানান, আগামী দু’একদিন সারাদেশের তাপমাত্রা প্রায় একই থাকবে। সপ্তাহের মাঝামাঝি থেকে তাপমাত্রা কমতে থাকবে। আর শেষ দিকে বয়ে যাবে শৈত্যপ্রবাহ।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বদলগাছিতে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ৩২ ডিগ্রি সেলসিয়াস।
বিজ্ঞাপন
শনিবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। আর বাতাসের গতি ছিল উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কি.মি.। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পরিস্থিতির বিষয়ে বলা হয়েছে, এসময়ের শেষের দিকে রাতের তাপমাত্রা কমতে পারে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
তবে চলতি সপ্তাহে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। নদীর আশপাশ এলাকায় ঘন থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। দেশের সব জায়গায় সূর্যের দেখা মিলবে।
একে/জেডএস