স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সঙ্গে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ২০২১-২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রোববার (২৭ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সরকার ঘোষিত নীতির আলোকে দায়বদ্ধতা নিশ্চিতকরণ, প্রতিযোগিতামূলক কর্মপরিবেশ সৃষ্টি, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা, সেবার মানোন্নয়ন ও জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানোর লক্ষ্যে প্রতিবছর এ চুক্তি করা হয়।

২০২১-২২ অর্থবছরের জন্য সুরক্ষা সেবা বিভাগের সঙ্গে ফায়ার সার্ভিসের স্বাক্ষরিত কর্মসম্পাদন চুক্তিতে জাতীয় শুদ্ধাচার কৌশল, অভিযোগ প্রতিকার ব্যবস্থা, সিটিজেন চার্টার, তথ্য অধিকার, ই-গভর্নেন্স এবং উদ্ভাবন কর্মপরিকল্পনা ছাড়াও ৩৫টি কৌশলগত বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

সুরক্ষা সেবা বিভাগের সচিব জনাব মো. মোকাব্বির হোসেন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন চুক্তিতে স্বাক্ষর করেন।

সুরক্ষা সেবা বিভাগের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

এমএসি/এসকেডি