মোটরসাইকেল চালক ইউসুফ

রাজধানীর পল্টন জিরো পয়েন্ট এলাকায় চেকপোস্টে সিগন্যাল অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার সময় দায়িত্বরত এক পুলিশ সদস্যের গায়ে মোটরসাইকেল উঠিয়ে দিয়েছেন ইউসুফ (৪২) নামে এক চালক। পরে আহত ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলের চালক ইউসুফকে নিজেও আহত হয়েছেন। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

মোটরসাইকেল চালক ইউসুফ ঢাকা পোস্টকে বলেন, যাত্রী নিয়ে নতুন বাজার থেকে মতিঝিল যাচ্ছিলাম। পল্টন জিরো পয়েন্ট এলাকায় এলে পুলিশ সিগন্যাল দেয়। জরিমানা থেকে বাঁচতে দ্রুত পালাতে গিয়ে এক পুলিশ সদস্যের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যাই।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর আমার সঙ্গে থাকা যাত্রী পালিয়ে যান। পরে পুলিশ আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। আমার কাঁধের ডান জয়েন্ট ফেটে গেছে। ভয়ে পালাতে গিয়েই এমন ঘটনা ঘটেছে।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী আশরাফুল ঢাকা পোস্টকে বলেন, করোনার কারণে সরকারি বিধিনিষেধ চলছে। এর পরিপ্রেক্ষিতে মোটরসাইকেলে দুজন যাতায়াত নিষিদ্ধ। ওই চালক মোটরসাইকেলে যাত্রী নিয়ে যাচ্ছিলেন। পুলিশ সিগন্যাল দিলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশকে ধাক্কা দিলে চালক এবং পুলিশ দুইজনই আহত হন।

তিনি আরও বলেন, ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে নেওয়া হয়েছে। আর চালককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত চালক ইউসুফ আটক অবস্থায় আছেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, পল্টন জিরো পয়েন্ট এলাকায় সিগন্যাল অমান্য করে যাওয়ার সময় মোটরসাইকেল পুলিশের ওপর তুলে দেন ওই চালক। পল্টন থানা পুলিশ তাকে আটক করে ঢামেকে নিয়ে এসেছে। এখানে তার চিকিৎসা চলছে।

এসএএ/এমএইচএস