ফরেন সা‌র্ভিস ডি‌বেট ক্লা‌বের উদ্বোধন অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ১ জুলাই সকাল ছয়টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত দেশে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

বিদেশে পড়তে ইচ্ছুক যে শিক্ষার্থীদের ঢাকার বি‌ভিন্ন দূতাবা‌সে সাক্ষাৎকার থাক‌বে, এ পরিস্থিতিতে তা‌দের চলাফেরার ক্ষে‌ত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনী‌কে সহায়তা করার অনু‌রোধ জা‌নি‌য়ে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেন।

বুধবার (৩০ জুন) ফ‌রেন সা‌র্ভিস একা‌ডে‌মি‌তে ফ‌রেন সা‌র্ভিস ডি‌বেট ক্লা‌বের উদ্বোধন অনুষ্ঠানে এ অনুরোধ জানান তিনি। মন্ত্রী বলেন, বাংলা‌দে‌শি যে শিক্ষার্থীরা বি‌দে‌শে পড়া‌শোনার জন‌্য যা‌বেন, বিধিনিষেধে দূতাবাসগুলো তাদের সেবা দেবে।   

তিনি বলেন, যাদের সাক্ষাৎসূচি রয়েছে, পুলিশ কমিশনারকে পরামর্শ দেওয়া হয়েছে যাতে ভিসাপ্রার্থীদের দূতাবাসে যেতে দেওয়া হয়। যেমন, আমেরিকা বা ইংল্যান্ড যাওয়ার জন্য কারও ইন্টারভিউ (সাক্ষাৎকার) থাকলে দূতাবাসে যেতে তাকে পুলিশ সহায়তা করবে।

এনআই/আরএইচ