সাড়ে ৩ কোটি টাকার সম্পদে ফাঁসলেন পাসপোর্টের ডিএডি ও তার স্ত্রী
প্রায় সাড়ে ৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের উপ-সহকারী পরিচালক (ডিএডি) ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুই মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৩০ জুন) কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ দুদকের উপ-পরিচালক মো. আবুবকর সিদ্দিক তাদের বিরুদ্ধে দুটি মামলা করেছেন বলে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা (উপ-পরিচালক) মুহাম্মদ আরিফ সাদেক জানিয়েছেন।
বিজ্ঞাপন
আসামিরা হলেন- পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. মোতালেব হোসেন ও তার স্ত্রী ইসরাত জাহান।
মোতালেবের বিরুদ্ধে মামালার এজাহারে বলা হয়, তিনি ২০০৪ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত তার অর্জিত ৭৪ লাখ ২৬ হাজার ৫৪৯ টাকার সম্পদের তথ্য বিবরণী কমিশনে দাখিল করেন। তা পর্যালোচনা করে দেখা যায়, তিনি ১০ লাখ ৭৯ হাজার ৩৭৮ টাকার সম্পদের তথ্য গোপন ও ৪১ লাখ ২৩ হাজার ৩৮৯ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
বিজ্ঞাপন
অপরদিকে ইসরাত জাহানের বিরুদ্ধে মামলায় অভিযোগ করা হয়, তিনি ২০০৯ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত তার অর্জিত সম্পদ বিবরণী কমিশনে দাখিল করেন। এ সম্পদ বিবরণী পর্যালোচনা করে দেখা যায়, তিনি ৯৯ লাখ ৯৮ হাজার ২৫৬ টাকা সম্পদের তথ্য গোপন এবং তিন কোটি ৮ লাখ ১০ হাজার ৫৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা দুটি করা হয়েছে।
আরএম/এইচেক