ঢাকা মেডিকেল কলেজের পাশের এলাকায় ছুরিকাঘাতে স্বপ্না (৩৬) ও বিল্লাল হোসেন নামে দুই গাঁজা বিক্রেতা আহত হয়েছেন। তাদের ছুরিকাঘাত করে পালিয়ে যান আরেক গাঁজা বিক্রেতা আমির (৩৫)।

বুধবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাদের আহত অবস্থায় ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। 
 
আহত স্বপ্না ঢাকা পোস্টকে বলেন, আমিরকে পুলিশ গাঁজাসহ ধরে নিয়ে পিটিয়েছে। মামলা দিয়ে জেলে পাঠিয়েছে। তিনি দাবি করছেন আমার স্বামী নাকি তাকে ধরিয়ে দিয়েছেন। এ নিয়ে তার সঙ্গে কথা কথা কাটাকাটি হয়। পরে তিনি আমাকে ছুরি মেরে পালিয়ে যান।  

আহত বিল্লাল বলেন, আমি লেগুনার হেলপার। শহীদ মিনারেই থাকি। আমার সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই। আমি ঠেকাতে গেলে আমাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যান আমির।

আমিরের স্ত্রী মালা ঢাকা পোস্টকে বলেন, আমি নিজেও গাঁজার ব্যবসা করি। আমার স্বামী আমিরও করে। স্বপ্না ও তার স্বামী কবির হোসেন গাঁজার ব্যবসা করেন। বিল্লালও করেন। এখানে যারা এসেছেন, সবাই গাঁজার ব্যবসা করেন। আমার স্বামীকে স্বপ্নার স্বামী পুলিশে ধরিয়ে দিয়েছিল। এ নিয়ে আমার স্বামীর সঙ্গে স্বপ্নার ঝগড়া হয়। পরে তিনি ছুরি মেরে পালিয়ে যান। 
 
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, ঢাকা মেডিকেলের পাশেই শহীদ মিনারে এক মাদক ব্যবসায়ী আরও দুজনকে কুপিয়েছে। আহত দুজন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। স্বপ্নার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। আমরা বিষয়টি শাহবাগ থানায় জানিয়েছি।

এসএএ/আরএইচ