জসিম

চট্টগ্রামে মাছের দোকান কর্মচারী হারিছ হত্যা মামলায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি জসিম। 

বুধবার (৩০ জুন) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালতে তিনি স্বীকারোক্তি দেন। 

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন ঢাকা পোস্টকে বলেন, হারিছ হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন জসিম। 

জবানবন্দিতে তিনি জানান, বন্ধু রাজিবের সঙ্গে সেদিন গাঁজা সেবন করেন তিনি। এরপর কোমরে ছুরি নিয়ে বের হন। বেপারিপাড়ার সামনে এসে নিজেকে ‘সরকারি পাগল’ দাবি করে সবাইকে গালাগাল করতে থাকেন। এ সময় হারিছ তার কথার প্রতিবাদ করলে তিনি কোমরে থাকা ছুরি দিয়ে গলায় আঘাত করেন। এতে হারিছ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

গত ২৫ জুন ছুরিকাঘাতে নিহত হন মাছ দোকানের কর্মচারী হারিছ। ঘটনাস্থলেই জনতার হাতে মারধরের শিকার হন আসামি জসিম। উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে জসিমকে গ্রেফতার করে পুলিশ।
 
কেএম/আরএইচ