ইউএনডিপি বাংলাদেশের মুখ্য অর্থনীতিবিদ হলেন নাজনীন আহমেদ
জাতিসংঘ উন্নয়ন প্রোগ্রাম বা ইউএনডিপি বাংলাদেশ-এর কান্ট্রি ইকোনমিস্ট হিসেবে যোগ দিয়েছেন অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ। টেকসই উন্নয়নের লক্ষ্যে পরিচালিত ইউএনডিপি বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমে নীতি ও কৌশলগত পরামর্শ দেবেন তিনি।
ড. নাজনীন আহমেদ বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস-এর সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে কমর্রত ছিলেন। সেই চাকরি থেকে লিয়েনে তিনি ইউএনডিপির বর্তমান দায়িত্বে এসেছেন।
বিজ্ঞাপন
বিআইডিএস-এর গবেষক হিসেবে সামষ্টিক অর্থনীতি, শ্রমবাজার, শিল্প খাত, আন্তর্জাতিক বাণিজ্য, আঞ্চলিক সহযোগিতা, জেন্ডার ইত্যাদি বিষয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন ড. নাজনীন।
তিনি সরকারের পল্লী সঞ্চয় ব্যাংক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন সময়ে সরকারের নীতিনির্ধারণী কার্যক্রমে তিনি সক্রিয় অংশ নিয়েছেন। তিনি সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নে গঠিত অর্থনীতিবিদ প্যানেলের সদস্য ছিলেন।
বিজ্ঞাপন
এ বিষয়ে ড. নাজনীন আহমেদ জানান, ১ জুলাই জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি’র বাংলাদেশ অফিসের কান্ট্রি ইকোনোমিস্ট হিসেবে কাজ শুরু করব। দেশের টেকসই উন্নয়নের লক্ষ্যে পরিচালিত ইউএনডিপি বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমে অর্থনীতি বিষয়ক নীতি ও কৌশলগত পরামর্শ দেওয়া এবং ইউএনডিপির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক অগ্রগতির বিষয়ে উন্নয়ন পরিকল্পনায় অংশ নেওয়া আমার মূল কাজ।
সবার কাছে দোয়া চাই যেন আমার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি বিশেষ করে দারিদ্র্য বিমোচন, বৈষম্য কমাতে ভূমিকা রাখতে পারি, বলেন ড. নাজনীন।
এসআই/জেডএস