চকবাজারে ট্রান্সফরমার বিস্ফোরণে নিহত ১
রাজধানীর চকবাজার এলাকায় ট্রান্সফরমার বিস্ফোরণে মারুফ (১৮) এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও দুজন।
বুধবার (৩০ জুন) রাত ১টায় দগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। পরে চিকিৎসক মারুফকে মৃত ঘোষণা করেন। এছাড়া সারওয়ার (২০)ও সোহাগ (৩০) নামে দগ্ধ দুজন চিকিৎসাধীন।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন ঢাকা পোস্টকে বলেন, চকবাজার থেকে দগ্ধ তিনজনকে জরুরি বিভাগে আনা হয়। এর মধ্যে মারুফ নামে একজন মারা গেছেন। তার শরীরের ১১ শতাংশ দগ্ধ হয়েছিল। সারওয়ারের শরীরের ৪৮ শতাংশ ও সোহাগের শরীরের ৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। আমরা জানতে পেরেছি ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ হয়েছেন তারা।
এসএএ/এসকেডি
বিজ্ঞাপন