রাজধানীর মেরুল বাড্ডায় মোবাইল নিয়ে বাগবিতণ্ডার জেরে স্বপন (৪৮) নামের এক গাড়িচালককে পেটানো হয়। পরে তিনি মারা যান। এ ঘটনায় হাসান (৩০) ও আনু (৪৫) নামে দুজনকে আটক করেছে বাড্ডা থানা পুলিশ।

বৃহস্পতিবার (১ জুলাই) সকালের দিকে পেটানোর ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে দুপুর সোয়া দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক জানান যে, তিনি আগেই মারা গেছেন। 

নিহতের ছোট ভাই ফারুক জানান, আমার ভাই আকাশ পরিবহনের চালক ছিলেন। শুনেছি, মোবাইল নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে আমার ভাইকে বাঁশ দিয়ে পিটিয়ে আহত করা হয়। পরে পুলিশ এসে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে আগেই তিনি মারা গেছেন। তবে কখন এ ঘটনা ঘটেছে, আমি জানতে পারিনি।  

বাড্ডা থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. হাসমত আলী জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করি। উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। চিকিৎসক জানান, আগেই তিনি মারা গেছেন। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হবে।

এ বিষয়ে জানতে চাইলে বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ ঢাকা পোস্টকে বলেন, আমরা আশপাশের লোকজনের মুখে জানতে পেরেছি, মোবাইল না দিতে চাইলে স্বপনের মাথার পেছনে বাঁশ দিয়ে আঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। 

চিকিৎসক জানান, আগেই তিনি মারা গেছেন। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আমরা হাসান ও আনুকে আটক করেছি। এর সাথে আরও একজন জড়িত ছিলেন। তাকে ধরার চেষ্টা চলছে।

এসএএ/আরএইচ