সারাদিনই মেঘলা আকাশসহ থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা
গত দুইদিন ধরে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, আবার কখনও ভারী বৃষ্টিপাত। ঢাকা ছাড়াও দেশের একাধিক স্থানে বৃহস্পতিবার (১ জুলাই) রাত থেকে শুক্রবার (২ জুলাই) সকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। আগামী ২৪ ঘণ্টায়ও আকাশ মেঘলা থাকবে। সঙ্গে থেমে থেমে ঝড়তে পারে বৃষ্টি।
শুক্রবার দুপুরের দিকে বাংলাদেশে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত কয়েক ঘণ্টার হিসাবে রাজধানীতে ভারী বৃষ্টিপাত হয়েছে। আর ১২ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৬০ মিলিমিটার। আজ সারাদিনই মেঘলা আকাশসহ থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় মংলায় ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে ১১০ মিলিমিটার। আগামী তিনদিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে।
বিজ্ঞাপন
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
একে/এমএইচএস