চট্টগ্রামে র্যাবের মাইক্রোবাসের ধাক্কায় কিশোর নিহত
চট্টগ্রামের বন্দর থানার আনন্দবাজার এলাকায় র্যাবের মাইক্রোবাসের ধাক্কায় মো. আইনুল (১৫) নামে কিশোর নিহত হয়েছে।
শুক্রবার (২ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া।
বিজ্ঞাপন
মো. আইনুল চট্টগ্রামের বন্দর থানার দক্ষিণ মধ্যম হালিশহর এলাকার মো. আনছারের ছেলে। তবে আইনুল কী করত, তা প্রাথমিকভাবে জানাতে পারেনি পুলিশ।
শীলব্রত বড়ুয়া বলেন, বন্দর থানার আনন্দবাজারের সাগড়পাড় এলাকায় রাস্তা পার হচ্ছিল আইনুল। এ সময় র্যাবের একটি মাইক্রোবাস আইনুলকে ধাক্কা দেয়। পরে র্যাব সদস্যরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিজ্ঞাপন
কেএম/আরএইচ