বিড়ালটি বেঁচে গেল, প্রাণ গেল ব্যবসায়ীর
প্রতীকী ছবি।
রাজধানীর কাঁঠালবাগান ঢাল এলাকায় গভীর রাতে সড়কে ব্যাটারিচালিত চলন্ত ভ্যানের সামনে একটি বিড়াল এসে পড়ে। তাকে বাঁচাতে চালক ব্রেক করলে ভ্যান থেকে পড়ে আব্দুল আজিজ (৩৩) নামে এক কাঁচামাল ব্যবসায়ী মারা গেছেন।
শনিবার (৩ জুন) দিবাগত রাত ১টায় তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
ভ্যানচালক মো. আলম ঢাকা পোস্টকে জানান, রাজধানীর শ্যামবাজার থেকে আজিজসহ দু’জনকে নিয়ে কারওয়ানবাজারে কাঁচামাল কিনতে যাচ্ছিলাম। যাওয়ার সময় কাঁঠালবাগান ঢালের রাস্তায় ভ্যানের সামনে একটি বিড়াল পড়ে। বিড়ালকে বাঁচাতে ব্রেক করলে ভ্যান থেকে আজিজ নিচে পড়ে যান। তিনি মাথায় আঘাত পান। আমরা দ্রুত তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যাই। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আব্দুল আজিজ শ্যামবাজার এলাকায় আড়তে ব্যবসা করতেন। এর বেশি কিছু আমি জানি না।
বিজ্ঞাপন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, কাওরান বাজার যাওয়ার সময় চলন্ত ভ্যান থেকে ছিটকে পড়ে আড়ত ব্যবসায়ী আহত হন। তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক জানান তিনি মারা গেছেন। মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
এসএএ/এইচকে