বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে বাহরাইনে নিযুক্ত রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলামকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন দেশটির শিল্প, বাণিজ্য ও পর্যটন মন্ত্রী শেখ জায়েদ রাশিদ আল জায়ানী।

রোববার (৪ জুলাই) রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম বাহরাইনের শিল্প, বাণিজ্য ও পর্যটন মন্ত্রী শেখ জায়েদ রাশিদ আল জায়ানীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। 

এ সময় বাহরাইনের মন্ত্রী জায়ানী এমন আশ্বাস দেন বলে বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বৈঠকে ঢাকা ও মানামার বাণিজ্য প্রসারের বিভিন্ন ক্ষেত্রে সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত বাহরাইনে বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানি স্থাপন, গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপন, সৌর বিদ্যুতের প্লান্ট, জাহাজ নির্মাণ শিল্পে যৌথ উদ্যোগসহ দ্বিপাক্ষিক বিভিন্ন সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। 

বাহরাইনের মন্ত্রী জায়ানীর বাংলাদেশি দূতকে সম্পর্ক উন্নয়ন ও জোরদার করার সব সহযোগিতার আশ্বাস দেন।

এনআই/জেডএস