রাতে থেমে থেমে বৃষ্টির আভাস
সন্ধ্যার পর থেকে মাঝেমধ্যে হালকা বৃষ্টি নামছে রাজধানীতে। বৃষ্টির এ ধারা সারা রাত চলতে পারে। তবে তুলনামূলক অন্যান্য দিনের চেয়ে রাতে কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক ঢাকা পোস্টকে বলেন, বর্ষাকালে সাধারণত মৌসুমি বায়ু সক্রিয় থাকে। এ কারণে সাধারণত আকাশে মেঘ দেখা দিলেই বৃষ্টি হয়ে থাকে। আজ রাতেও রাজধানীতে থেমে থেমে হালকা বৃষ্টি হতে পারে। আগামী দুই দিন তুলনামূলক অন্যান্য দিনের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আগামী ২৪ ঘণ্টার তাপমাত্রায় বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে ৬৪ মিলিমিটার।
বিজ্ঞাপন
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
একে/ওএফ