ম্যাজিক মাশরুমসহ দুই মাদক কারবারি আটক
প্রতীকী ছবি।
নিষিদ্ধ মাদক ‘ম্যাজিক মাশরুম’ ও বিদেশি মদসহ ২ জনকে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে আটক করেছে র্যাব-১০।
আজ বুধবার (৭ জুলাই) সকালে র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে নিষিদ্ধ মাদক ‘ম্যাজিক মাশরুম’ ও বিদেশি মদসহ ২ জনকে আটক করেছে র্যাব-১০। আজ দুপুরে এ সংক্রান্ত একটি সংবাদ সম্মেলন কারওয়ান বাজারে অবস্থিত র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত হবে। সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
এমএসি/এইচকে
বিজ্ঞাপন