করোনা মহামারি প্রতিরোধে লড়ছে গোটা বিশ্ব। বাংলাদেশও করোনাকালের শুরু থেকে জনগণকে সচেতন করতে নানামুখী পদক্ষেপ নিচ্ছে। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তার ভেরিফায়েড ফেসববুক পেজে করোনাভাইরাস নিয়ে আতংকিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিয়ে স্ট্যাটাস দিয়েছেন।

তিনি লিখেছেন, ‘করোনাভাইরাস নিয়ে আতংকিত নয়, সচেতন থাকুন। কোন তথ্য শুনে বিশ্বাস করবেন না। আগে যাচাই করুন। গুজবে বিশ্বাস করবেন না, গুজব ছড়াবেন না।'

এছাড়া তিনি কোভিড-১৯ সংক্রান্ত জরুরি প্রয়োজনে কল করার কিছু নম্বর শেয়ার করেছেন।

জাতীয় তথ্য সেবা: ৩৩৩
স্বাস্থ্য বাতায়: ১৬২৬৩
আইইডিসিআর: ১০৬৫৫
হটলাইন নম্বর:
 ০১৩১৩৭৯১১৩০
 ০১৩১৩৭৯১১৩৮
 ০১৩১৩৭৯১১৩৯
 ০১৩১৩৭৯১১৪০
 ০১৩২১১৭৩৮৬৫

করোনাভাইরাস সম্পর্কিত স্বাস্থ্যসেবা, জরুরি সহায়তা ও ভ্যাকসিন সম্পর্কিত তথ্য জানতে ডায়াল করুন 333; এরপর অপারেটরের নির্দেশনা অনুযায়ী ১ চাপুন। করোনাভাইরাস মোকাবিলায় নিজে সতর্ক থাকুন ও অন্যকে সুরক্ষিত রাখুন।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০১ জনের মৃত্যু হয়েছে, যা দেশে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৫ হাজার ৫৯৩ জনের। সোমবার (৫ জুলাই) ১৬৪ জন মারা যায়। যা দেশে করোনায় ২য় সর্বোচ্চ মৃত্যু। পরের দিন (মঙ্গলবার) মারা যায় ১৬৩ জন। এছাড়া, কয়েকদিন ধরে মৃত্যুর নতুন নতুন রেকর্ড হচ্ছে। গত ১ জুলাই ১৪৩, ২ জুলাই ১৩২, ৩ জুলাই ১৩৪ এবং ৪ জুলাই ১৫৩ জনের মৃত্যু হয়।

আজ ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১১ হাজার ১৬২ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ৭৭ হাজার ৫৬৮ জনে। বুধবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এসএম