চট্টগ্রামের বিদেশগামী যাত্রীদের বিমানবন্দরে পৌঁছে দিতে বাস চালু করতে যাচ্ছে শ্যামলী এন আর ট্রাভেলস। চট্টগ্রামের জেলা প্রশাসনের সহায়তায় বিদেশগামীদের জন্য এ বিশেষ সেবা প্রদান করা কবে।

বুধবার (৭ জুলাই) শ্যামলী এন আর  ট্রাভেলস তাদের ফেসবুক পেজে এ তথ্য জানায়। 

এতে বলা হয়, চট্টগ্রামের জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করতে যাচ্ছে শ্যামলী এন আর  ট্রাভেলস। বিদেশগামী যাত্রীদের নির্বিঘ্নে বিমানবন্দর পৌঁছে দিতে শ্যামলী এন আর ট্রাভেলস এ সেবা চালু করতে যাচ্ছে। বিদেশগামী যাত্রীদের নিয়ে দামপাড়া থেকে সরাসরি শাহজালাল বিমানবন্দর যাবে শ্যামলী এন আর ট্রাভেলসের বাস।  টিকিট বুকিং করতে ০১৮৭৫০৮৭০১/ ০১৮১১৮৬০৪১৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

এনআই/এসকেডি