৪ ইউপি’র নির্বাচিত প্রার্থীদের নাম-ঠিকানার গেজেট প্রকাশ
প্রথম ধাপে অনুষ্ঠিত হওয়া পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের নির্বাচিত প্রার্থীদের নাম-ঠিকানা সম্বলিত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৮ জুলাই) ইসি’র ওয়েবসাইটে এই গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
ইসি’র তথ্য অনুযায়ী, প্রথম ধাপে নাজিরপুর উপজেলার মাটিভাংগা, মালিখালী, নাজিরপুর ও সেখমাটিয়া এই চার ইউনিয়ন পরিষদের ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হয়। এসব ইউপির মধ্যে মাটিভাংগায় স্বতন্ত্র প্রার্থী মো. জাহিদুল ইসলাম, মালিখালীতে স্বতন্ত্র প্রার্থী রুহুল আমিন (বাবুল), সেখমাটিয়ায় আওয়ামী লীগের আতিয়ার রহমান চৌধুরী এবং নাজিরপুরে আওয়ামী লীগের মো. মোশারেফ হোসেন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বিজ্ঞাপন
এর আগে, নির্বাচন কমিশন গত ২১ জুন দেশের ২০৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করে। করোনা সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গত ১০ জুন কমিশন সভার পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী ৩৬৭ ইউনিয়ন পরিষদের মধ্যে ১৬৩টির ভোট স্থগিত করা হয়।
ইসি’র প্রথম ঘোষিত তফসিল অনুযায়ী ১৯টি জেলার ৬৪টি উপজেলার ইউনিয়ন পরিষদে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীতে তা কমিয়ে ১৩টি জেলার ৪১টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। প্রথম ধাপের এই ২০৪টি ইউনিয়ন পরিষদের মধ্যে ২০টিতে ইভিএমে ভোটগ্রহণ হয়। বাকিগুলোতে ব্যালটে ভোটগ্রহণ করেছে ইসি।
বিজ্ঞাপন
এসআর/এমএইচএস