গ্রেফতার হওয়া দুই আসামি

রাজধানীর কোতোয়ালি এলাকা থেকে বিপুল পরিমাণ জাল রেভিনিউ স্ট্যাম্প, কোর্ট ফি ও স্ট্যাম্প তৈরির সরঞ্জামসহ দুই জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

র‍্যাব জানায়, সরকারি রেভিনিউ স্ট্যাম্প ও বাংলাদেশ কোর্ট ফি (স্ট্যাম্পের মতোই এক ধরনের কাগজ) তৈরির দায়িত্ব সরকারের সিকিউরিটি প্রিন্টিং প্রেসের। কিছু অসাধু ব্যক্তি এগুলোর জাল কপি তৈরি করে রাতারাতি অনেক টাকার মালিক হওয়ার চেষ্টা করছেন।

গ্রেফতার হওয়া দুই জন রাজধানীর কোতোয়ালি এলাকায় নিজেদের কারখানায় আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করে জাল রেভিনিউ স্ট্যাম্প ও জাল কোর্ট ফি তৈরি করতেন। জাল কাগজ তৈরিতে তারা অত্যন্ত দক্ষ। 

প্রেস ব্রিফিংয়ে র‍্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান

গ্রেফতার হওয়া দুজন হলেন- আ. রহমান হাওলাদার (২২) ও মো. আবুল কালাম শিকদার (৩৩)। গ্রেফতার করার সময় তাদের কাছ থেকে জাল বাংলাদেশ কোর্ট ফি ও জাল রেভিনিউ স্ট্যাম্প তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন মূল্যমানের ১০টি ডাইস প্লেট (২০ টাকার ৩টি, ১০ টাকার ৪টি, ৫ টাকার ২টি, ২টাকার ১টি), ৫টি পজিটিভ, ২টি মোবাইল ফোন ও নগদ ৪ হাজার ৯২০ টাকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান।

তিনি বলেন, বৃহস্পতিবার সকালে পুরান ঢাকার তাঁতীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। চক্রটি ৪ লাখ টাকার জাল রেভিনিউ স্ট্যাম্প বিক্রি করত মাত্র ৩২ হাজার টাকায়। ইতোমধ্যে তারা প্রায় আড়াই কোটি টাকার বেশি জাল রেভিনিউ স্ট্যাম্প ও জাল কোর্ট ফি বাজারে ছড়িয়ে দিয়েছে।

উদ্ধার হওয়া জাল নন জুডিশিয়াল স্ট্যাম্প ও জাল কোর্ট ফি

অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান জানান, গ্রেফতারকৃত আ. রহমান হাওলাদারের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় ২ কোটি ১১ লাখ টাকা সমমূল্যের জাল রেভিনিউ স্ট্যাম্প, জাল নন জুডিশিয়াল স্ট্যাম্প ও জাল কোর্ট ফি তৈরি ও সরবরাহ করার অপরাধে একটি মামলা রয়েছে। ওই মামলার তিনি পলাতক আসামি।

 এআর/এসকেডি/জেএস