নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের প্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের ফুডস ফ্যাক্টরির শ্রমিক মুরসালিন হকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এর আগে শনিবার (১০ জুলাই) দুপুর আড়াইটার দিকে মুরসালিনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের পক্ষ থেকে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা ইফতিয়ার উদ্দিন মুরসালিনের পরিবারের কাছে দাফন বাবদ ২৫ হাজার টাকা তুলে দেন।

নিহতের মামা জুয়েল হক ঢাকা পোস্টকে জানান, আমার ভাগ্নে মুরসালিনের মরদেহ আমি বুঝে পেয়েছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে দাফন কাফনের জন্য ২৫ হাজার টাকা নগদ আমাদের কাছে দেওয়া হয়েছে।

তিনি জানান, বৃহস্পতিবার রূপগঞ্জের ভুলতায় আগুনের ঘটনায় তিনতলা থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয় মুরসালিন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে রাত এগারোটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চার বছর ধরে সে ওই ফ্যাক্টরিতে কাজ কর্মরত ছিল।

জুয়েল আরও জানান, বর্তমানে মুরসালিন ভুলতার গাউছিয়া এলাকায় থাকত। তার বাড়ি দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার সুকদেবপুর গ্রামে। বাবার নাম আনিসুর হক। মরদেহ দিনাজপুরে দাফন করা হবে।

এসএএ/জেডএস