প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানালেন রওশন এরশাদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ।
রোববার (১১ জুলাই) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি জানান, বিরোধী দলীয় নেতার একান্ত সচিব এ কে এম আব্দুর রহিম ভূঞা রোববার দুপুরে বিরোধীদলীয় নেতার পক্ষে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মো. আবু জাফর রাজুর কাছে গণভবন কমপ্লেক্সের বাসভবনে এই শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।
বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২১ জুলাই (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
বিজ্ঞাপন
এইউএ/ওএফ