বিধিনিষেধেও যে কারণ দেখিয়ে ঘর থেকে বের হওয়া যাবে
করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঈদের পর আবারও ১৪ দিনের বিধিনিষেধ বাস্তবায়ন করবে সরকার। এ সময় জরুরি প্রয়োজন ছাড়া বাসার বাইরে আসা যাবে না।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, অতি জরুরি প্রয়োজন ছাড়া (ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
অর্থাৎ ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি কাজে বের হওয়া যাবে।
এছাড়া টিকা কার্ড প্রদর্শন সাপেক্ষে টিকা গ্রহণের জন্য যাতায়াত করা যাবে। আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে এবং বিদেশগামী যাত্রীরা তাদের আন্তর্জাতিক ভ্রমণের টিকিট/প্রমাণক প্রদর্শন করে গাড়ি ব্যবহারপূর্বক যাতায়াত করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।
বিজ্ঞাপন
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট (বৃহস্পতিবার) দিবাগত রাত ১২টা পর্যন্ত এ বিধিনিষেধ কার্যকর থাকবে।
এসএইচআর/জেডএস