এবার ঈদে ঘরমুখো মানুষ কর্মক্ষেত্র ছেড়ে গ্রাম বা নিজের জেলায় গেলে বেশিদিন থাকতে পারবেন না। কারণ ঈদের দুদিন পরই শুরু হবে ১৪ দিনের বিধিনিষেধ। 

মঙ্গলবার (১৩ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, আরোপিত সব বিধিনিষেধ আগামী ১৪ জুলাই (বুধবার) মধ্যরাত থেকে ২৩ জুলাই (শুক্রবার) সকাল ৬টা পর্যন্ত শিথিল করেছে সরকার। অর্থাৎ এ সময়ের মধ্যে বাড়ি গিয়ে আবার কর্মক্ষেত্রে ফিরতে হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট (বৃহস্পতিবার) দিবাগত রাত ১২টা পর্যন্ত নতুন করে বিধিনিষেধ কার্যকর করবে সরকার। এ সময় সড়ক, রেল ও নৌপথে গণপরিবহন (অভ্যন্তরীণ বিমানসহ) ও সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

আগামী ২১ জুলাই দেশে উদযাপন হবে পবিত্র ঈদুল আজহা। ঈদ শেষে ২৩ জুলাই সকাল ৬টার মধ্যেই ফিরতে হবে কর্মক্ষেত্রে। না হয় পড়তে হবে ১৪ দিনের বিধিনিষেধের কবলে।

এসএইচআর/এসএসএইচ