নারায়ণগঞ্জে দেয়াল চাপায় ২ শ্রমিক নিহত
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় দেয়াল চাপায় দুলালী (৩০) ও মো. হৃদয় (২৮) নামে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় পারভীন (২৪) নামে এক শ্রমিক আহত হয়েছে।
মঙ্গলবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৩টায় তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
নিহত দুলালীর স্বামী আলতাফ হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমরা একই সঙ্গে কাজ করি। ড্রেনে কাজ করার সময় হঠাৎ পাশের স্কুলের দেয়াল ভেঙে পড়ে। এতে তিনজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসি। পরে চিকিৎসক আমার স্ত্রী ও হৃদয়কে মৃত ঘোষণা করেন।
নিহত হৃদয়ের সহকর্মী চাঁন মিয়া জানান, ড্রেনের কাজ করার সময় হঠাৎ পাশের স্কুলের দেয়াল ভেঙে পড়ে। তাদের সবার বাড়ী গাইবান্ধা জেলার সদর থানার বালাহাটা গ্রামে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, নারায়ণগঞ্জের বন্দর থেকে গুরুতর আহত হয়ে তিনজন এসেছেন। এদের মধ্যে দুলালী ও হৃদয়কে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত পারভীন জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বন্দর থানাকে জানানো হয়েছে।
এসএএ/ওএফ