বাংলাদেশ থেকে কৃষিবিদ নিয়োগ এবং বিনিয়োগকারীদের কৃষি কাজের জন্য জমি লিজ দেওয়ার জন্য ওমানকে প্রস্তাব দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজানুর রহমান।

স্থানীয় সময় মঙ্গলবার (১৪ জুলাই) রাষ্ট্রদূত মিজানুর রহমান তার কার্যালয়ে ওমানের কৃষি, মৎস্য ও সমুদ্রবিষয়ক মন্ত্রী ড. সৌদ বিন হামদ বিন আহমদ আলহাবসীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রস্তাব দেন রাষ্ট্রদূত।
 
রাষ্ট্রদূতের প্রস্তাবের জবাবে ওমানের কৃষি, মৎস্য ও সমুদ্রবিষয়ক মন্ত্রী যথাযথ বিবেচনার আশ্বাস দেন। বৈঠকে কৃষি ও মৎস্য ইস্যুতে একাধিক সমঝোতা স্মারকের সমাপ্তি নিয়ে আলোচনা হয়। এছাড়া ব্লু ইকোনোমি, খাদ্য সুরক্ষা, ডি-স্যালিনাইজেশন সম্ভাব্যতা বৃদ্ধিতে সহযোগিতার বিষয়ে উভয়পক্ষ আলোচনা করেন।

মূলত, চলতি বছরের জুন মাসে ঢাকা ও মাস্কাটের মধ্যে সমাপ্ত ফরেন অফিস কনসালটেন্ট (এফওসি) বিষয়ে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয়পক্ষ পরস্পর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সুবিধাজনক সময়ে ভার্চুয়াল সভা করার বিষয়ে একমত হয়েছে।

এনআই/জেডএস