জেলা-উপজেলায় অফিস পরিচালনার জন্য নিবন্ধন অধিদপ্তরের নির্দেশ
সরকার ঘোষিত বিধিনিষেধ শিথিল করার কারণে আগামী ১৫, ১৮ এবং ১৯ জুলাই জেলা ও উপজেলা পর্যায়ের সকল অফিস স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরিচালনা করার জন্য নির্দেশ দিয়েছে নিবন্ধন অধিদফতর।
বৃহস্পতিবার নিবন্ধন অধিদফতর থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
নির্দেশনায় বলা হয়, এ কর্মদিবসগুলোতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার জন্য এবং স্বাস্থ্যবিধি কঠরভাবে অনুস্মরণ করার জন্য নির্দেশ দেওয়া হলো।
উল্লেখ্য, দেশের আর্থ সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে আগামী ১৪ জুলাই (বুধবার) মধ্যরাত থেকে ২৩ জুলাই (শুক্রবার) সকাল ৬টা পর্যন্ত ৩০ জুন আরোপিত সব বিধিনিষেধ শিথিল করেছে সরকার। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
বিজ্ঞাপন
এসএইচআর/এনএফ