রূপগঞ্জে অগ্নিকাণ্ড

কল-কারখানা, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান দুর্ঘটনা রোধ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে ২৪ সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে সভাপতি করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। 

তথ্যানুযায়ী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নেতৃত্বে এফবিসিসিআই, বিজিএমইএসহ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি কর্তৃপক্ষের সমন্বয়ে অবিলম্বে সব শিল্প-কলকারখানা সরেজমিনে পরিদর্শন করা হবে।

এইউএ/আরএইচ