রাজধানীর মতিঝিলের এজিবি কলোনি কাঁচাবাজারের মুক্তিযোদ্ধা মার্কেট থেকে ১ হাজার ৩০০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) ঢাকা মেট্রো উত্তর কার্যালয়। আটক মাদক কারবারির নাম মো. আবুল কালাম (৫০)। 

বৃহস্পতিবার (১৫ জুলাই) ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের উপপরিচালক  মো. রাশেদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আবুল কালাম দীর্ঘদিন ধরে হার্ডওয়ার এবং স্যানিটারি ব্যবসার আড়ালে মতিঝিলে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। এসব তথ্য যাচাই-বাছাই করে আমাদের একটি টিম অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

আটকের বিরুদ্ধে বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

এমএসি/এইচকে