তুলনামূলক কম দামেই মিলছে কোরবানির ছাগল। ১০ থেকে ১৫ হাজার টাকায় পছন্দের ছাগল কিনে বাড়ি ফিরতে পারছেন ক্রেতারা। 

রোববার (১৮ জুলাই) বেলা ১১টার দিকে রাজধানীর আশিয়ান সিটি সংলগ্ন কাওলার শিয়ালডাঙ্গা গরু ছাগলের হাটে এ চিত্র দেখা যায়। বিক্রেতা ও ক্রেতারা জানান, এখনো সেভাবে ক্রেতার উপস্থিতি নেই। ধীরে ধীরে বাড়ছে ক্রেতার সংখ্যা। ছাগলের দাম খুব বেশি না। 

রাজধানীর কাওলা ও বিমানবন্দর এলাকা থেকে প্রায় এক কিলোমিটর ভেতরে বসেছে কোরবানির গরু ছাগলের এ হাট। হাটে প্রবেশ করতেই ডান পাশে এক কোনায় বসেছে ছাগলের হাট। বিক্রেতারা ক্রেতার অপেক্ষায় আছেন। দুই একজন ক্রেতা এসে দরদাম করছেন। 

ময়মনসিংহ থেকে আসা ছাগলের খামারি মুক্তার আলী হাটে ২৫টা ছাগল নিয়ে এসেছেন। এরমধ্যে ৬টা বিক্রি করেছেন। তিনি বলেন, গত বছর যে দামে বিক্রি হয়েছে বর্তমানেও প্রায় একই দাম রয়েছে। প্রায় দশ কেজি ওজনের ছাগলের দাম চাইছেন ১৫ হাজার টাকা। তবে ১২ হাজার টাকায় তিনি বিক্রি করবেন। 

এ ছাগল বিক্রেতা দাবি করেন, ১২ কেজি মাংস হবে এমন ছাগল বিক্রি হচ্ছে ১৪ থেকে ১৫ হাজার টাকায়। অনেকটা সস্তায়ই বিক্রি হচ্ছে। গত বছরও একই রকম দাম ছিল। অথচ খাদ্যসহ সবকিছুর খরচ বেড়েছে। এ হিসাব করলে কিন্তু দাম কমই।

ছাগল কিনতে আসা জাহিদুর রহমান জানান, তিনি প্রতিবছরই ছাগল কিনে কোরবানি দেন। অন্যান্যবার ছাগলের সংখ্যা বেশি থাকে, এবার এখন পর্যন্ত কম। 

নেত্রকোনা থেকে আসা ছাগলের খামারি কুকন মিয়া জানান, অনেকেই আসছেন, কেউ কেউ দামও বলছেন। ১৪ থেকে ১৫ হাজার টাকায় বেশ ভালো মানের ছাগল কেনা সম্ভব হবে। ১২ থেকে ১৩ কেজি পর্যন্ত মাংস হওয়ার সম্ভাবনা রয়েছে এ দামে ছাগল কিনলে। সামনের দিকে আরও ভালো বেচাকেনা হবে বলেও প্রত্যাশা করেন এ খামারি।

একে/এনএফ