পরিবার পরিকল্পনা ক্যাডারের (বিসিএস) ২৭ কর্মকর্তাকে সহকারী পরিচালক থেকে উপ-পরিচালক পদে পদোন্নতি দিয়েছে সরকার।

রোববার (১৮ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব (পার-২) আবু নুর মো. শামসুজ্জামানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিসিএস (পরিবার পরিকল্পনা) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১ অনুযায়ী সহকারী পরিচালক থেকে উপ-পরিচালক (জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর পঞ্চম গ্রেড, টাকা- ৪৩,০০০-৬৯,৮৫০) পদে পদোন্নতি দেওয়া হলো।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন-

১. মো. হাবিবুর রহমান

২. মো. রেজাউল করিম

৩. এ কে এম জহিরুল ইসলাম

8. মো. মতিউর রহমান (৪৪০০০৫)

৫. দেওয়ান মোর্শেদ কামাল (৪৪০০০৬)

৬. মোহাম্মদ আমানউল্লাহ (৪৪০০০৭)

৭. মো. এনামুল হক (৪৪০০০৮)

৮. মো. আব্দুর রাজ্জাক (৪৪০০০৯)

৯. মো. তসলিম উদ্দিন খান (৪৪০০১১)

১০. বিকাশ কুমার দাস (৪৪০০১২)

১১. আফরোজা সুলতানা (৪৪০০১৩)

১২. আবু সালেহ মো. ফোরকান উদ্দিন (৪০০১৪)

১৩. মো. মোজাম্মেল হক (৪৪০০১০)

১৪. সাবিনা পারভীন (৪৪০০১৬)

১৫. মো. মাজহারুল হক চৌধুরী (৪৪০০১৭)

১৬. মোহাম্মদ আবুল কালাম (৪৪০০১৮)

১৭. মো. সোহেল পারভেজ (৪৪০০১১)

১৮. আবদুল লতিফ মোল্লা (৪৪০০২০)

১৯. মাহমুদুল হক আযাদ (৪৪০০২১)

২০. নিরঞ্জন বন্ধু দাম (৪৪০০২২)

২১. গোলাম মো. আজম (৪৪০০২৩)

২২. মো. আব্দুল বাতেন (৪৪০০২৪)

২৩. মো. নিয়াজুর রহমান (৪৪০০২৫)

২৪. তাপস কুমার শীল (৪৪০০২৭)

২৫. মো. আনোয়ারুল আজিম (৪৪০০২৮)

২৬. মো. মোজাম্মেল হক (৪৪০০২৯)

২৭. মুহাম্মদ জসিম উদ্দিন ভূঁইয়া (৪৪০০৩০)

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্ণিত পদোন্নতি প্রজ্ঞাপন জারির তারিখ থেকে কার্যকর হবে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ বরাবর per2@mofwd.gov.bd ই-মেইলে ১৮ জুলাই যোগদানপত্র পাঠাবেন এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বর্তমান কর্মস্থলে স্ব-স্ব পদে কর্মরত থাকবেন।

টিআই/আরএইচ