ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ে ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (১৮ জুলাই) রাতে এক অভিনন্দন বার্তায় এক ম্যাচ বাকি থাকতেই হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ে ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানান তিনি।
বিজ্ঞাপন
দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারিয়েছে টাইগাররা। আর প্রথম ওয়ানডেতে ১৫৫ রানের বিশাল ব্যবধানে জয় পায় বাংলাদেশ।
সিরিজ জয়ে টাইগারদের অর্থমন্ত্রীর অভিনন্দন
বিজ্ঞাপন
এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ে ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন সাবেক আইসিসি সভাপতি ও বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
রোববার অর্থমন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এ অভিনন্দন জানান মন্ত্রী। বার্তায় অর্থমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কর্মকর্তা, কোচসহ সংশ্লিষ্টদের প্রাণঢালা অভিনন্দন জানান।
অর্থমন্ত্রী বলেন, অসাধারণ নৈপুণ্যে জিম্বাবুয়ের মাটিতে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী দিনেও বাংলাদেশ ক্রিকেট দলের এই অসাধারণ নৈপুণ্য অব্যাহত থাকবে।
এইউএ/এসআর/জেডএস/এমএইচএস